সাভারে নারী এপিবিএন সদস্য বাসচাপায় নিহত

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্য নিহত হয়েছেন। 
স্টার অনলাইন গ্রাফিক্স

সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্য নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।'

নিহত আফসানা আক্তার মিরপুর-১৪ এলাকায় এপিবিএন-১১-তে কর্মরত ছিলেন।

ওসি জানান, রাজধানীর উত্তরা থেকে ডিউটি শেষ করে স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে বোনের বাসা কালামপুরের উদ্দেশে রওনা করেন তিনি। হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেলফি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় দুজনই সড়কে ছিটকে পড়লে আফসানাকে বাসটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

এ ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে উল্লেখ করে ওসি বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।' 
 

Comments