মীরসরাইয়ে কনটেইনারবাহী প্রাইম মুভারের ধাক্কায় নিহত ৩

‘চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি’
মীরসরাইয়ে কন্টেইনারবাহী প্রাইম মুভারের ধাক্কায় নিহত ৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় কনটেইনারবাহী প্রাইম মুভারের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মধ্য তালবাড়ীয়া এলাকায় বিসিক রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন হলেন—মো. আলমগীর হোসেন আলম (৪৫), মো. শফিকুল ইসলাম (৪২) ও মো. মাসুদ মিয়া (৩৫)। নিহতদের মধ্যে আলম ও শফিকুলের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'তালবাড়ীয়া এলাকায় বেশ কিছু শ্রমিক কর্ণফুলী গ্যাস পাইপলাইনে কাজ করছিলেন। চালক রাস্তা থেকে অনেকটা নেমে গিয়ে চার জনকে চাপা দেন। আমাদের ধারণা, তিনি ঘুমচোখে গাড়ি চালাচ্ছিলেন।

'চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি,' বলেন সোহেল।

Comments