সিলেট

প্রাইভেটকার পুকুরে পড়ে ছাত্রলীগের ৪ কর্মী নিহত

তামাবিল স্থলবন্দরে যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার কর্মী নিহত। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে চার যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জুবায়ের আহসান (২৬), নিজপাট তোসিহাটি গ্রামের নেহাল পাল (২৫), নিজপাট পানিহাটি গ্রামের মেহেদী হাসান তমাল (২৪) ও নিজপাট জঙ্গলহাটি গ্রামের আলী এইচ সুমন (২৪)।

তারা সবাই উপজেলা ছাত্রলীগের কর্মী।

হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ বলেন, 'তারা সবাই ছাত্রলীগের কর্মী। তামাবিল স্থলবন্দরে যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

Comments