জাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

মিছিলটি সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু হলের কাছে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা অপরদিক থেকে একটি মিছিল নিয়ে তাদের বাধা দেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। ছবি: সংগৃহীত

আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু হলের কাছে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা অপরদিক থেকে একটি মিছিল নিয়ে তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ইটপাটকেল ছোড়াছুড়িতে অন্তত তিন জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান নেন। অন্যদিকে বঙ্গবন্ধু হলের দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি হাতে অবস্থান নিয়েছেন।

Comments