জামালপুর

রেললাইনে বসে ‘গেম খেলার’ সময় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ‘কমিউটার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তারা দুজন মারা যান।
মেলান্দহের দুরমুট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজন মারা যান। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-উপজেলার রুগনাই গ্রামের বাসিন্দা মজিবর (১৮) ও শাকিল মিয়া (১৯)।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মাহবুবুর জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মেলান্দহের দুরমুট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী 'কমিউটার এক্সপ্রেস' ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, 'তারা রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।'

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

Comments