নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে পিকআপ ভ্যান, স্কুল শিক্ষক নিহত
বাড়ির ফুল বাগানে গাছের পরিচর্যা করছিলেন এক স্কুল শিক্ষক। হঠাৎ একটি পিকআপ ভ্যান সড়ক থেকে ছুটে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘটনাটি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকার।
আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান।
নিহত ইমারী রাখাইন একই এলাকার উহ্লা রাখাইনের স্ত্রী। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এবং বানিয়ারঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, 'সকালে রামু-মরিচ্যা সড়ক লাগোয়া নিজ বাড়িতে ফুল গাছের পরিচর্যা করছিলেন ইমারী রাখাইন। এসময় রামু উপজেলা সদরমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িতে ঢুকে তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। সঙ্গে সঙ্গে চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।'
পিকআপ ভ্যানচাপায় ইমারী রাখাইনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য মানুষ তার স্বজনদের সমবেদনা জানাতে ওই বাড়িতে ভিড় করেছেন।
Comments