ফেনীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম মো. সাহাব উদ্দিন (২৪)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহন এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর অংশের ঢাকামুখি লেনে সংস্কার কাজ চলছে। এ কারণে ঢাকামুখি লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে, চট্টগ্রামমুখি লেনে দুই দিকের যানবাহন চলাচল করছিল।

আজ দুপুর ১২টার দিকে ঢাকামুখি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় চট্টগ্রামমুখি পিকআপটির। এতে পিকআপ চালক সাহাব উদ্দিন গুরুতর আহত হয়। সাহাব উদ্দিনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।

Comments