টাঙ্গাইলে বাসচাপায় মা ও ছেলে নিহত

আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে
টাঙ্গাইলের গোপালপুরে শনিবারে বাসচাপায় মা ও ছেলে নিহত হন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে বাসচাপায় মোটরসাইকেলে থাকা মা ও ছেলে মারা গেছেন।  শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, উপজেলার ঝাওয়াইল এলাকার চায়না বেগম (৪৮) এবং তার ছেলে শাকিব মিয়া (১৯)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শাকিব সকালে মোটরসাইকেলে করে তার  মাকে নিয়ে উপজেলা সদরে যাচ্ছিল। এসময় ঝাওয়াইল এলাকাতেই একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমাদুল ইসলাম তৈয়ব জানান, দুর্ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

Comments