উত্তর মানিকদিতে ট্রাকচাপায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর উত্তর মানিকদিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী টেক্সটাইল ইঞ্জিনিয়ার জারিন তাসনিম নওশীন (২৭) নিহত হয়েছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পরিবার।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তর মানিকদি ক্লাব মোড় অটোরিকশার স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।  

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নওশীনের স্বামী ফখরুল হাসান রিফাত জানান, তারা যাত্রাবাড়ী এলাকায় থাকেন। গুলশান-২ এ একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন নওশীন। আর তিনি পান্থপথে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সকালে স্ত্রীকে নিজের মোটরসাইকেলে করে গুলশানের অফিসে যাচ্ছিলেন। পথে উত্তর মানিকদি ক্লাব মোড় অটোস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে যান।

বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন নওশীন। ২০২২ সালে তাদের বিয়ে হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে ঘটনাস্থল কোন থানার আওতাধীন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Israel-Iran conflict: what we know

International calls for restraint are multiplying, as fears grow the Middle East could be on the threshold of a broader conflict.

13m ago