দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে টঙ্গীতে তুলার গুদামে আগুন

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
আগুন দ্রুত ছড়িয়ে গুদামে থাকা মালামাল ও যন্ত্রপাতি পুড়ে যায়। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ৮টি তুলার গুদামে আগুন লেগেছে। আজ রোববার বিকেল ৩টা ২০ মিনিটে টঙ্গীর মিলগেট এলাকায় এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে কয়েকটি গুদামে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে ৮টি তুলার গুদামে থাকা মালামাল ও যন্ত্রপাতি পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, আগুনে মিলগেট এলাকার সাইদুল ইসলামের ৪টি, মিলন মিয়ার ২টি, জহিরুল ইসলামের ১টি ও জাহাঙ্গীর আলমের ১টি তুলার গোডাউন এবং দুটি চায়ের দোকান পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু সাজেদুল কবির জোয়ার্দার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
 

Comments