আগুন এখনো পুরোপুরি নেভেনি
রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আজ সকাল ৮টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
পোড়া জায়গা থেকে এখনো আগুন ধরে যাওয়ার ঝুঁকি আছে এ কারণেই সর্তকতা হিসেবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে কাজ করছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে এ পর্যন্ত অন্তত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর মধ্যে, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন মারা গেছেন। এছাড়া, রাজারবাগ পুলিশ হাসপাতালে একজন মারা গেছেন। এছাড়া আগুনে দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৮ জন চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব তথ্য জানান।
Comments