দিনাজপুর

চাকা বিস্ফোরিত হয়ে পিকনিকের বাস খাদে, শিশুসহ আহত ৫৫

চলন্ত অবস্থায় চাকা ফেঁটে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে পিকনিকের বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় দিকে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অন্তত চার জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার পয়সাখোলা গ্রামের লায়লা বেগম (৩৫), মতিয়ার রহমান (৩৮), তার মেয়ে মৌসুমি পারভিন (১২), মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমা (৭)। আহত অন্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকালে পয়সাখোলা গ্রামের প্রায় ৬০ জন দিনাজপুরের নবাবগঞ্জের স্বপ্নপুরীর উদ্দেশে রওনা দেন। নবাবগঞ্জের আফতাবগঞ্জ বাজারের কাছাকাছি এলাকায় চলন্ত অবস্থায় বাসটির সামনের ডান পাশের চাকা ফেটে পথের ধারে উল্টে যায়।

আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে বনভোজনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। বাসে থাকা প্রায় ৫৫ জনের প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন। সবাই চিকিৎসা নিয়েছেন।

নবাবগঞ্জ আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ি ইন-চার্জ সিরাজুল হক বলেন, বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে শিশুসহ ৬০ জন যাত্রী ছিলেন। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

4 injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago