গাজীপুরে বিস্ফোরণে দগ্ধ ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক প্রদীপ চন্দ্র দাস।
বুধবার রাত সোয়া ১০টার দিকে তিনি বলেন, 'এখন পর্যন্ত ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ শিশুসহ ১৫ রোগীর অবস্থা আশঙ্কাজনক।'
তিনি আরও বলেন, 'ভর্তিদের মধ্যে ১৫ জনের ৫০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে। ৬ জনের ৩০ থেকে ৫০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার শ্বাসনালী পুড়েছে। তাই কাউকেই বিপদমুক্ত মনে করা যাচ্ছে না।'
'এখন পর্যন্ত ৭ শিশুকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছে। তাদের ৮৫ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে', যোগ করেন তিনি।
প্রদীপ চন্দ্র দাস বলেন, আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করেছি। রোগীদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করছে।'
ঘটনার সূত্র ধরে তিনি বলেন, 'আমি দগ্ধদের সঙ্গে কথা বলে জেনেছি যে একটি ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার লিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির বাইরে আনার পর সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়ে রাস্তায়। বিপুল সংখ্যক উৎসাহী মানুষ দগ্ধ হয়েছে।'
বুধবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কোনাবাড়ীতে টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির কাছে এ ঘটনা ঘটে।
Comments