হাতিরপুলে ছয়তলা ভবনের আগুন নির্বাপণ, মোট উদ্ধার ৭

রাত পৌনে ১০টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার সংলগ্ন ছয়তলা ভবনের কার্পেট গোডাউনের আগুন নেভানো হয়েছে।

ওই ভবন থেকে মোট ৭ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা রাশেদ বিন খালিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ভবনের আগুন রাত পৌনে ১০টায় সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়েছে। ভবন থেকে মোট ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের ওই অংশে কোনো জানালা না থাকায়, দেয়াল ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে।

 

Comments