মোহাম্মদপুরে মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু নিহত

মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয়রা। ছবি: আহমাদ ইশতিয়াক/স্টার

রাজধানীর মোহাম্মদপুর ও বনানীতে বৃহস্পতিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছে।

মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে রাত ১২টার দিকে এবং কাকলী ওভারব্রিজের কাছে রাত সোয়া ৯টার দিকে পৃথক দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শফিউল আলম দ্য ডেইলি স্টারকে জানান, দুই ছেলেকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন বাবা। তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। 

বাবা ও আরেক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক দেবলাল ডেইলি স্টারকে জানান, দুই ছেলে রিফাত (১১) ও ফাহাদকে (১৪) নিয়ে মোটরসাইকেলে ওয়াশপুর বাসার দিকে যাচ্ছিলেন লিটন (৫২)। কাভার্ডভ্যানের ধাক্কায় রিফাত মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়।

স্থানীয়রা কাভার্ড ভ্যানটিকে আটক করেছে।

অন্যদিকে রাত সোয়া ৯টার দিকে বনানীতে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন শাজাহান তালুকদার (৬০)। 

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান।

নিহত শাজাহান তালুকদারের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে। তিনি গেন্ডারিয়া এলাকায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

Milestone tragedy: two more die to burn injuries

The total number of deaths from the jet crash now stands at 35

52m ago