গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু
গাজীপুর কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত এই ঘটনায় ৩ জন মারা গেল।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, শনিবার রাত পৌনে ৮টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে তায়েবা (৩) মারা যায়। ওই শিশুর শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে শনিবার সকালে আইসিইউতে মনসুর আকন নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। শুক্রবার সকালে সোলায়মান মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়। আগুনে দগ্ধ আজিজুল নামে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২৮ জন ভর্তি আছেন।
শিশু তায়েবার চাচা মো. আসাদ জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলায়। গাজীপুরে সজল সুমাইয়া দম্পতির মেয়ে তায়েবা। এই ঘটনায় তায়েবার বড় ভাই তাওহিদ (৭) দগ্ধ অবস্থায় ভর্তি আছে। তায়েবার বাবা মো. সজল গাড়ি চালক। মা সুমাইয়া আক্তার গৃহিনী। ঘটনার সময় দুই ভাইবোন রাস্তায় খেলছিল। তখনই গ্যাসের আগুনে দগ্ধ হয়।
কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গত বুধবার সন্ধ্যায় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
Comments