সাড়ে ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ডেমরায় কাপড়ের গোডাউনের আগুন
ঢাকার ডেমরায় একটি কাপড়ের গোডাউনে লাগা আগুন সাড়ে আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ডেমরার ভাঙ্গা প্রেস এলাকার গোডাউনে লাগা এই আগুন আজ শুক্রবার সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার।
তিনি জানান, চারতলা ভবনের তৃতীয়তলার গোডাউনে আগুন লাগে।
এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হওয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।
Comments