মানিকগঞ্জে ভোররাতে কাঠপট্টিতে আগুন, ১৫ দোকান পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে সেখানে থাকা ছোট-বড় ১৫টি ফার্নিচারের দোকান, একটি স মিল এবং একটি বাড়ি পুড়ে গেছে।
প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় কাঠপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার ভোররাত ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোররাত ৪টার দিকে একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে সেখানে থাকা ছোট-বড় ১৫টি ফার্নিচারের দোকান, একটি স মিল এবং একটি বাড়ি পুড়ে গেছে।

শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন বলেন, 'আমরা ভোররাত ৪টার দিকে আগুন লাগার সংবাদ পাই। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করি। পরে ঘিওরের আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।'

তিনি বলেন, 'ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তদন্ত শেষে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।'

Comments