গুলিস্তানে বাসচাপায় শিশু নিহত

নিহত সুমন (৮) হকার হিসেবে কাজ করত।
বাসচাপা
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সুমন (৮) হকার হিসেবে কাজ করত।

সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া কমিউনিটি পুলিশ মো. বাবু ও বাস শ্রমিক ফয়সাল দেওয়ান জানান, শিশুটি বাসে ফেরি করে বই বিক্রি করত। বিকেলে আহাদ পুলিশ বক্স সংলগ্ন সেন্ট্রাল মসজিদের সামনের রাস্তায় জৈনপুর এক্সপ্রেস নামে একটি বাসের পেছনে দাঁড়িয়ে ছিল সে। এ সময় বিআরটিসির একটি দ্বিতল বাস পেছনের দিকে এসে তাকে জৈনপুর এক্সপ্রেস বাসের সঙ্গে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ওই শিশু। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস বলেন, 'ঘটনার বিস্তারিত জানার জন্য কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।'

Comments