সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জনের মৃত্যু
রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, নোঙ্গর করে রাখা লঞ্চের রশি ছিঁড়ে গেলে লঞ্চটিতে ওঠার সময় পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক জয়নুল আবেদীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে ১ জন নারী, ১ জন শিশু ও ৩ জন পুরুষ।
ফায়ার সার্ভিস জানায়, সদরঘাট লঞ্চঘাটের ১১ নম্বর পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এমভি তাশরিফ ৪ ও এমভি পূবালী ১ লঞ্চ দুটি রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল।
এ দুই লঞ্চের মাঝ দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকতে গেলে এমভি তাশরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়।
এসময় লঞ্চে উঠতে গিয়ে গুরুতর আহত হয় ৫ জন। তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
লঞ্চের রশি ছিঁড়ে যাত্রীদের হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়া হবে বলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন।
Comments