চট্টগ্রামে এস আলম গ্রুপের ভোজ্যতেল কারখানার আগুন নিয়ন্ত্রণে

আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নেভেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস
চট্টগ্রামে মইজ্জারটেক এলাকায় এস আলম গ্রুপের ভোজ্যতেল কারখানায় সকালে আগুনের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে মইজ্জারটেক এলাকায় এস আলম গ্রুপের একটি ভোজ্যতেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক দীনমনি শর্মা বলেন, কারখানার অফিস কক্ষে আগুন লেগেছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভেনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারখানার ভেতরে পরিত্যক্ত অফিস কক্ষের ফাইলপত্রের ক্যাবিনেটে আগুন লেগেছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে।'

এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রতকুমার ভৌমিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুন নিয়ন্ত্রণ এসেছে। পুরোনো মালামাল রাখার গুদামে আগুন লেগেছিল। তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি।'

Comments