কালিয়াকৈরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ২ তরুণ নিহত

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই তরুণ নিহত হয়েছেন।
নিহতরা হলেন—আশুলিয়ার গোয়ালবাড়ি গ্রামের নূরুল ইসলাম খন্দকারের ছেলে সফিউদ্দিন খন্দকার (১৯) ও নূরুল আমিন খন্দকারের ছেলে রায়হান খন্দকার (২২)।
আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ দ্য ডেইলি স্টারকে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে আশুলিয়ার গোয়ালবাড়ি থেকে মোটরসাইকেলে করে তিন যুবক কালিয়াকৈরের বাজারের দিকে যাচ্ছিলেন। উপজেলার শেওড়াতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজনের মৃত্যু হয়।
Comments