নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, ট্যাংকি বিস্ফোরণে আগুন

রাজধানীর কুর্মিটোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। ছবি: তানজিয়া রহমান

রাজধানীর বনানী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

আজ শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি গাবতলী বাস টার্মিনালে যাচ্ছিল। আর্মি স্টেডিয়ামের কাছে আসার পর একটি মোটরসাইকেল চলন্ত বাসটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে যায় এবং মোটরসাইকেলটি চলন্ত বাসের নিচে চলে যায়।'

ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

'রাস্তায় ঘর্ষণের ফলে বাসের নিচে থাকা মোটরসাইকেলটিতে এক পর্যায়ে আগুন ধরে যায়। মোটরসাইকেলের তেলের ট্যাংকি বিস্ফোরণ হয়ে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে,' বলেন তিনি।

এ ঘটনার ৩০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কুর্মিটোলা থেকে এসে আগুন নেভায়। বাসটিতে আগুন লাগার পরপরই যাত্রীরা সেখান থেকে নেমে যান।

শফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী দুজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। বাসে আগুনের ঘটনায় কেউ আহত হয়েছেন কি না এ বিষয়ে এখনো জানা যায়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, 'প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি যখন আসছিল তখন মোটরসাইকেলটি হঠাৎ ইউটার্ন দিয়ে সামনে আসতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চলে যায়। তারা কিছুটা আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে যায়। কিন্তু পুলিশ সেখানে গিয়ে তাদেরকে পায়নি। তারা কৌশলে সেখান থেকে পালিয়ে গেছেন।' 

পুড়ে যাওয়া বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

1h ago