গাছ থেকে পড়ে লিচু ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরে গাছ থেকে পড়ে এক লিচু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম ফজল আহমেদ।

আজ সোমবার সকাল ৮টার দিকে কাপাসিয়ার উপজেলার বারিগাও গ্রামে নিচু বাগানে তার মৃত্যু হয়েছে।

ফজল আহমেদ (২৫) কাপাসিয়া উপজেলার বারিগাও গ্রামের নুর হোসেনের ছেলে। পরিবার জানায়, প্রতিবেশী ইমান মিয়ার তিন বিঘা জমির লিচু বাগান চুক্তিতে কিনেছেন ফজল।

ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন ফজলের মা। তিনি বলেন, 'প্রতিদিনের মতো আজকেও সকালে আমার ছেলে তার ভাগ্নে হৃদয়কে (৮) নিয়ে লিচু বাগানে যায়। পরে লিচু পারার সময় ভাগ্নে হৃদয় হাত ফসকে মাটিতে পড়ে যায়। ফজল তাকে ধরতে গেলে সেও গাছ থেকে পড়ে যায়। হৃদয় গুরুতর আহত না হলেও নিচে থাকা পানির ট্যাংকে পড়ে ফজলের মাথায় চোট লাগে।'

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবদুল কাইয়ুম মোল্লা বলেন, 'গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান ফজল। পরে স্থানীয়রা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।'

হাসপাতালে আনার আগেই ফজল মারা যান বলে জানান কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার মিশকাতুন।

কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া বলেন, 'এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। আমরা খোঁজ নিচ্ছি।'

Comments

The Daily Star  | English

Demand to ban AL: Mass rally continues at Shahbagh

Leaders and activists from different organisations joined the gathering at 3:00pm today

7m ago