ফেনীতে ডিশের তারের সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৫

ফেনী রেলগেট। ছবি: সংগৃহীত

ফেনীতে ডিশ লাইনের তারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ তরুণ আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলস্টেশনে  পৌঁছার কয়েক মিনিট আগে এ দুর্ঘটনা ঘটে। 

ট্রেনের ছাদ থেকে ৫ জন পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতরা হলেন-কিশোরগঞ্জের বাজিতপুরের লোহগাও এলাকার মো. আফজাল (১৭), একই এলাকার মো. বায়েজিদ (১৮), নোয়াখালীর সোলেমান বাজার এলাকার মো. রাসেল (২২), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খোলাপাড়া এলাকার নুর হোসেন (২৩) ও ঢাকার মিরপুরের মো. রিপন (৩৫)।

স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন বলেন, 'দুর্ঘটনাটি ঘটে শহরের নাজির রোডের মাথায়।'

ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ঘটনাটি শোনেননি।

জানতে চাইলে ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ ইকবাল বলেন, 'ডিশের লাইনের তারের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের ছাদে বসে থাকা ৫ যাত্রী ছাদ থেকে পড়ে আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

10h ago