মুন্সীগঞ্জ

ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ডুবল বাল্কহেড

তলা ফেটে যাওয়ায় লঞ্চটি নোঙর করে রাখা হয়েছে।
তলা ফেটে যাওয়া লঞ্চটি নোঙর করে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। তবে এ সময় ৪৫০ যাত্রীসহ ওই লঞ্চটির তলাও ফেটে যায়।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছাকাছি এলাকায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া বাল্কহেডের ৫ কর্মীকে উদ্ধার করা হয়েছে। তলা ফেটে যাওয়ায় লঞ্চটি নোঙর করে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ অঞ্চল নৌ-পুলিশের পুলিশ সুপার মিনা মাহমুদা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, যাত্রীবাহী পূবালী-৫ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে প্রায় ৪৫০ জন যাত্রী নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী যাচ্ছিল। 

অন্যদিকে, মাটিবাহী বাল্কহেডটি বরিশাল থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। 

পুলিশ সুপার জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে এলাকায় লঞ্চটি বাল্কহেডকে ধাক্কা দিলে বাল্কহেডের তলা ফেটে পানিতে ডুবে যায়। 

বাল্কহেডের চালক আব্দুল আজিজ ডেইলি স্টারকে বলেন, 'বাল্কহেডে মাটি নিয়ে আমরা বরিশাল থেকে নারায়ণগঞ্জের ভক্তাবলী যাচ্ছিলাম। লঞ্চের চালক সিগন্যাল অমান্য করে আমাদের বাল্কহেডের উপর দিয়ে লঞ্চ চালিয়ে দেয়।'

পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, ঢাকায় আরেকটি লঞ্চ পাঠানোর জন্য খবর দেওয়া হয়েছে। সেটা পৌঁছালে যাত্রীদের গন্তব্যে পাঠানো হবে।

তবে, রাতে নদীতে বাল্কহেড চলাচলের অনুমতি নেই বলে জানান তিনি।

Comments