টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রা‌ক সংঘর্ষে নিহত ৩

প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় প্রাইভেটকার ও ট্রা‌কের সংঘ‌র্ষে এক শিশুসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন।

আজ শুক্রবার ভোররাত আড়াইটার দি‌কে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়‌কে উপ‌জেলার বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে।

জানা গেছে, আহতদের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হয়েছে।

নিহতরা হলেন—জামালপুর জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছয় বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল অক্ষর, মামুনের নানি শাশুড়ি হুসনেয়ারা বেগম (৭০) ও প্রাইভেটকারচালক আবুল হোসেন (৩৩)।

মামুন ও তার স্ত্রী বর্তমানে জামালপুরের এম এ রশীদ হাসপাতালে চিকিৎসাধীন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, দুইটি প্রাইভেটকার ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। সেসময় বাগু‌টিয়া এলাকায় পৌঁছানোর পর সাম‌নের এক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে টাঙ্গাইলগামী ট্রা‌কের হালকা ধাক্কা লাগলে প্রাইভেটকার‌টি খাদে প‌ড়ে যায়। প‌রে পেছ‌নে থাকা আরেক‌টি প্রাইভেটকা‌রের সঙ্গে ওই ট্রা‌কের সংঘর্ষ হয়। হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

Comments

The Daily Star  | English
Touhid Hossain Rohingya statement

Rohingya repatriation unlikely amid Myanmar’s civil war: foreign adviser

He highlights the 2017 mass exodus—prompted by brutal military crackdowns was the third major wave of Rohingyas fleeing Myanmar

1h ago