মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণীর

আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন বিকেল তিনটার দিকে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত দুজন হলেন—জামালপুরের অন্তর (২৩) ও পটুয়াখালীর তানজিয়া (১৭)৷
মোটরসাইকেল দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন। তারা একই মোটরসাইকেলে চট্টগ্রামমুখী লেনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ৷

আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন বিকেল তিনটার দিকে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত দুজন হলেন—জামালপুরের অন্তর (২৩) ও পটুয়াখালীর তানজিয়া (১৭)৷

তবে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি কোন যানবাহনের ধাক্কায় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক৷

ঘটনাস্থল পরিদর্শন করা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এস এম সৌরভ হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে৷ এ ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি৷ তবে নিহত দুজন যে একই মোটরসাইকেলের আরোহী ছিলেন, সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে দেখা গেছে, ভারী কোনো যানবাহন তাদের শরীরের ওপর দিয়ে চলে গেছে৷

ওসি রেজাউল হক বলেন, 'মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে৷ পুলিশ নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে৷'

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

6h ago