শেরপুরে নৌকাডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

মৃত মোশারফ হোসেন মিল্টন ও আমানুল্লাহ আমান। ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে নৌকাডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কান্দুলী গ্রামের ছোরহাব আলীর ছেলে মোশারফ হোসেন মিল্টন। সে রংপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপরজন ওই গ্রামের সাদা মিয়ার ছেলে আমানুল্লাহ আমান। সে তিনানী ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। 

ঝিনাইগাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ বিকেলে আট বন্ধু দুটি ডিঙ্গি নৌকায় চড়ে নলাডুবি বিল ভ্রমণে যায়। একপর্যায়ে বিলের মাঝখানে প্রবল স্রোতের কারণে একটি নৌকা ডুবে যায়। অপর নৌকাটি উদ্ধার করতে এলে সেটিও ডুবে যায়।'

পরে পুলিশ ও স্থানীয়রা বিল থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আরও তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।  

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

10h ago