মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পুলিশের গাড়ির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের খিলগাঁও টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বৃহস্পতিবার রাত ১১টা ২২ মিনিটের দিকে গাড়িটিতে আগুন লাগে এবং রাত ১১টা ৪২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।'
'শর্ট সার্কিট থেকে গাড়ির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। সেসময় গাড়ির ভেতর কয়েকজন পুলিশ সদস্য ছিলেন, তবে কেউ আহত হননি', যোগ করেন তিনি।
রমনা থানার ডিউটি অফিসার সুকান্ত ডেইলি স্টারকে বলেন, 'গাড়িটি রামপুরা এলাকার পুলিশের। কীভাবে আগুন লেগেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।'
Comments