বাগেরহাটে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়ায় পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে খুলনাগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন-- শওকত (৪০), মাসুম (৩০) এবং নিপা (২৮)। নিপা বাগেরহাট সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহত আরেক জনের পরিচয় জানা যায়নি।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর ইসলাম অনিক ডেইলি স্টারকে জানান, তিন জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজন হাসপাতালের পথে মারা যান।

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল হক জানান, সংঘর্ষের পরপরই পিকআপ নিয়ে চালক পালিয়ে যায়। তিনটি মরদেহ থানায় রয়েছে। পিকআপটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

EU lists Bangladesh among 7 'safe' countries, tightening asylum rules

The move, criticised by rights groups, is set to allow EU governments to process asylum applications filed from citizens of those countries more quickly

11h ago