গাজীপুরে বাসচাপায় নারী নিহত, বাসে আগুন

ক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং চালক ও তার সহকারীকে (হেলপার) গণপিটুনি দেয়।
ছবি: সংগৃহীত

গাজীপুরে বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চাপা দেওয়ার পরে স্থানীয় বাসিন্দা ক্ষুব্ধ হয়ে বাসটি থামিয়ে আগুন ধরিয়ে দেন।

আজ সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।

জয়দেবপুরে মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আবু সাইদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের পরিদর্শক রাজিব হোসেন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, উজানভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বাসটি এক নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং চালক ও তার সহকারীকে (হেলপার) গণপিটুনি দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার ও বাসটি জব্দ করেছে। উত্তেজিত লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছিল। বাসচালক ও হেলপারকে মারধর করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago