কয়েল থেকে আগুন, রূপগঞ্জে একই পরিবারের ৬ জন দগ্ধ

আগুন
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে রূপগঞ্জের একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গোলকান্দাইল ইউনিয়নের দোহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বাবুল (৪০), তার স্ত্রী শেলি (৩৫), তাদের চার সন্তান সোহেল (২০), মুন্নি (১৮), ইসমাইল (১১) ও তাসলিমা (৯)। ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে দগ্ধদের চিকিৎসা চলছে।

এদের মধ্যে বাবুল, সোহেল, ইসমাইল ও তাসলিমার শরীরের ৫৫ শতাংশের বেশি এবং বাকি দুজনের ২০ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ইনআবাসিক সার্জন তরিকুল ইসলাম।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান বলছেন, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মিজানুর রহমান বলেন, 'কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। ঘুমের ভেতরেই কয়েল থেকে লাগা আগুন কোনো এক পর্যায়ে বিছানায় ছড়িয়ে বলে বলে ধারণা করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

5h ago