ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল আরোহী ২ কলেজশিক্ষার্থী নিহত

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল আরোহী দুই কলেজশিক্ষার্থীর নিহত হয়েছে। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেঘনা-গোমতী সেতুর ওপর চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহতরা হলো, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের মো. আলম শেখের ছেলে আশরাফুল আলম ও পার্শ্ববর্তী চর চৌদ্দকাহনিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে অসিম।

আশরাফুল সোনারগাঁওয়ের মেঘনা স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং অসিম কুমিল্লার দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আশরাফুলের মামাতো ভাই মো. হাসিব জানান, দুই বন্ধু আশরাফুল ও অসিম দুপুরে মোটরসাইকেলে সোনারগাঁও বেড়াতে যায়। ঘোরাফেরা শেষে সন্ধ্যায় তারা বাসায় ফিরছিল। মোটরসাইকেলটি মেঘনা সেতুর ওপর দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তারা মারা যায়। পুলিশের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, 'মোটরসাইকেলটি চট্টগ্রামগামী লেনে পড়ে ছিল। আমরা সেখান থেকে মরদেহ উদ্ধার করি। কীভাবে এই মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নই। ঘটনাটি সেতুর ওপর ঘটেছে। ব্যস্ততম এই মহাসড়কে সেতুর ওপর প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। তবে প্রাথমিক আলামত দেখে এটা দুর্ঘটনা বলে মনে হচ্ছে।'

রাতে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Air freight capacity to increase

The move comes as Bangladesh's garment exporters face a major challenge in handling urgent international shipments after India abruptly closed a widely-used air cargo transhipment route

10h ago