বোতল বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

রাজধানীর শনির আখড়ায় বোতল বিস্ফোরণে এক শিশুর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শনির আখড়া জাপানি বাজার ৪ নম্বর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে গুরুতর আহত নুর ইসলামকে (৮) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
শিশুটির মা বিউটি আক্তার দ্য ডেইলি স্টারকে জানান, বিকেলে বাসার পাশে খেলছিল নুর। সে ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে একটি পারফিউমের বোতলের মতো কিছু নিয়ে আসে। তাকে সেটি ফেলে দিতে বলা হলেও, মায়ের কথা না শুনে সে বোতলে পানি ভরে খেলছিল। হঠাৎ বিকট শব্দে বোতলটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের শব্দ শুনে বিউটি আক্তার গিয়ে দেখেন ছেলের ডান হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
তখন সঙ্গে সঙ্গে স্বজনরা নুরকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
বিউটি বলেন, 'বস্তুটি অনেকটা পারফিউমের বোতলের মতো দেখতে। তবে সেটি আসলে কী জানি না। বাসায় রেখে দিয়েছি।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিশুটির ডান হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ডেইলি স্টারকে জানান, খেলার সময় বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments