বগুড়ায় ট্রাকচাপায় ব্যাটারি-ভ্যানের ৩ আরোহী নিহত

accident logo

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার বানিয়াদীঘি গ্রামের বাসিন্দা মো. মোজাহার (৬০), শফিকুল ইসলাম (৪৫) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিরা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম (৬০)। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই একটি টাইলস কারখানার শ্রমিক।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপচাঁচিয়ার একটি টাইলস ফ্যাক্টরিতে কাজ শেষে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন পাঁচ শ্রমিক। মেইল বাসস্ট্যান্ডে বিপরীত দিক থেকে (নওগাঁ থেকে বগুড়া) আসা গরুবাহী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।'

'আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,' বলেন তিনি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, 'আহতদের মধ্যে দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। মরদেহগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।'

গরুবাহী ট্রাকটি আটক করা সম্ভব হয়নি, জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

10h ago