দুর্ঘটনায় সহকর্মী নিহত, বনানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

বনানীতে সড়ক অবরোধ। ছবি: ট্রাফিক গুলশান বিভাগের সৌজন্যে

রাজধানীর বনানী এলাকায় চেয়ারম্যানবাড়ি ইউটার্নে ট্রাকচাপায় এক নারী নিহত এবং অপর একজন আহত হয়েছেন। এর জেরে পোশাক শ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করে রেখেছেন। এমনকি তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ রেখেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গুলশান বিভাগ জানায়, আজ সোমবার সকালে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহত নারী পোশাক শ্রমিক উল্লেখ করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সরওয়ার বলেন, 'তার নাম সুমাইয়া আক্তার, বয়স ১৯ বা ২০ বছর হবে। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

ছবি: ট্রাফিক অ্যালার্ট/শামীম ইবরাহীম

তবে, আহত অপর একজনকে কোথায় চিকিৎসা দেওয়া হচ্ছে সেটা এখনো জানতে পারেননি বলে মন্তব্য করেন ওসি।

সহকর্মীর এমন মৃত্যুতে দুর্ঘটনাস্থল বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পোশাক শ্রমিকরা। এর ফলে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঅ্যান্ডএম কোম্পানির ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হাসিব হাসান খান বলেন, 'বনানী চেয়ারম্যানবাড়ির কাছে গার্মেন্টস শ্রমিকরা এক্সপ্রেসওয়ে অবরোধ করে অপারেশন বন্ধ করে রেখেছেন।'

ছবি: ট্রাফিক অ্যালার্ট/ইমতিয়াজ উল আমিন

ট্রাফিক গুলশান বিভাগ জানায়, বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দিয়ে গুলশান ২-গুলশান ১ হয়ে আমতলী দিয়ে চলাচল করা যাচ্ছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

1h ago