সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে বনে পানি নিতে পাশের ভোলা নদীতে পাম্প মেশিন বসিয়ে পাইপ টানে বন বিভাগ। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির কাছের বনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার সকালে ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে চলে যান। তবে গতকাল রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে পানি দেওয়া হয়েছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।'

তিনি আরও বলেন, 'বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক রাতভর কাজ করেছেন।'

এদিকে অগ্নিকান্ডের কারণ ও করণীয় জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এর আগে, শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির কাছের বন এলাকায় আগুন লাগে। তবে পানির উৎসের অভাবে অগ্নিনির্বাপণ কাজ কঠিন হয়ে পড়ে। দুপুরে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন লাগার স্থান শনাক্ত ও নির্বাপণের চেষ্টা করে বন বিভাগ। বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago