বরগুনায় সড়ক দুর্ঘটনায় ৩ ভাই নিহত

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে শুভ, শান্ত ও নাদিম।

তাদের মধ্যে শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। ছোট দুই ভাই শান্ত ও নাদিম শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে তাদের আরেক ভাই পানিতে ডুবে মারা যায়।

স্থানীয়রা জানান, আজ সকালে পাথরঘাটা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের বাসটি সোনারবাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলযোগে পাথরঘাটার কেরাতপুরের উদ্দেশ্যে যাত্রা করা তিন ভাই ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, 'রাজিব পরিবহনের বাসটিকে জব্দ করে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।'

Comments

The Daily Star  | English

Banking fix may cost $5b-$6b

Says finance adviser; the amount is way below IMF’s $35b estimate

14h ago