অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কা, কনস্টেবল নিহত 

নিহত পুলিশ কনস্টেবল রনি শিকদার। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রনি শিকদারের (২৬) বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।   

স্থানীয় বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশ কনস্টেবল রনির স্ত্রী অন্তঃসত্ত্বা। আগামীকাল বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা। সেজন্য রনি আজ মঙ্গলবার মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টোপথে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
 
ওসি জানান, নিহতের মরদেহ নাওজোর থানা পুলিশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। অটোরিকশটি জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

Comments

The Daily Star  | English

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

33m ago