চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ২ বাসযাত্রী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিশা পরিবহনের একটি বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
এলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিল্লাগামী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।'
পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
Comments