কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

accident logo

রাজধানীর মিরপুর কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে যান।

তবে তাদের পরিচয় জানা যায়নি।

পথচারীদের একজন মো. রকি। হাসপাতালে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে ছিটকে একজন ফ্লাইওভারের ওপর এবং একজন ফ্লাইওভারের নিচে পড়ে যান।

তাদের দুজনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, জানান রকি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম বলেন, 'মরদেহ মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

DU student reportedly identified as arsonist behind Charukola motif fire

Students of the Arabic department claim he is a student of the department and an activist of BCL

14m ago