ওড়িশায় বাংলাদেশি তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে নিহত ১

ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ভারতের ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে ৫০ জনেরও বেশি বাংলাদেশি হিন্দু তীর্থযাত্রী বহনকারী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে পুরির জগন্নাথ মন্দির দর্শনে যাওয়ার পথে সেন্ট্রাল ইনস্টিটিউট অব ফিশারিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ননিবালা নাথকে ভুবনেশ্বরের সরকারি ক্যাপিটাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়ার পথে একটি অ্যাম্বুলেন্সও দুর্ঘটনার কবলে পড়ে। সেসময় স্থানীয় একটি সেতুর রেলিংয়ে অ্যাম্বুলেন্সটি ধাক্কা খায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানায়, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। তবে প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

তবে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় বাসের চালক ঘুমিয়ে ছিলেন এবং তার সহকারী বাসটি চালাচ্ছিলেন।

এসময় বাংলাদেশি তীর্থযাত্রীরা দুটি আলাদা বাসে ভ্রমণ করছিলেন এবং একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

বারানসীর কাশী বিশ্বনাথ মন্দির, প্রয়াগরাজের (পূর্বে এলাহাবাদ) দ্বারকা মন্দির, অযোধ্যা মন্দির এবং ইসকন মন্দির পরিদর্শনের পর গত ১৭ মার্চ বাংলাদেশি তীর্থযাত্রীরা পশ্চিমবঙ্গের মায়াপুর ছেড়েছিলেন।

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

12h ago