গুলশানে মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর গুলশানে মোটরসাইকেল থেকে পড়ে এক নারীর (৩০) মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোররাতে গুলশানের-২ এর গোলচত্বরে এই ঘটনা ঘটে।
ওই নারীর নাম ফারজানা আক্তার মিম। তার বোন ফাহিমা আক্তার জানান, মোটরসাইকেলে করে তিনি বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের পেছনের চাকায় ওড়না আটকে গেলে তিনি নিচে পড়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, অচেতন অবস্থায় ফারজানাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মেয়ে ফারজানা বাড্ডার নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি গুলশানের একটি বিউটি পার্লারে কাজ করতেন।
বর্তমানে মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Comments