পরীক্ষা শেষে বাসায় ফেরা হলো না নাঈমের

রাজধানীর উত্তরায় পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
আজ রোববার দুপুর দেড়টার দিকে উত্তরার আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উত্তরা-পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নাঈম উত্তরা হাইস্কুলের শিক্ষার্থী ছিল। রাজউক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে সে বাসায় ফিরছিল।
বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।
সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈমের এক সহপাঠী পল্লব জানায়, নাঈম কমার্স বিভাগে ছিলেন। আজ তার ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং পরীক্ষা ছিল।
পরীক্ষা শেষে নাঈম বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকাগামী বিআরটিসির একটি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে নাঈম গুরুতর আহত হয়।
টেলিফোনে নাঈমের মা মনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়। তারা উত্তরা ১৪ নম্বর সেক্টরের পাকুরিয়া এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীকে সহপাঠীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Comments