কালুরঘাট সেতুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামে কর্ণফুলী নদীর ওপরের কালুরঘাট সেতুতে অটোরিকশায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক আবদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, কালুরঘাট সেতুর মাঝে চলে আসা একটি অটোরিকশায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও রেলওয়ের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার জানান, কালুরঘাট সেতুর দুর্ঘটনায় আহত পাঁচজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

আবদুর রহমান জানান, দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে।

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

17h ago