উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরের ভেতরে আছড়ে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে পাইলটের অবস্থা, কোনো হতাহত কিংবা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

মাইলস্টোন কলেজের একজন শিক্ষার্থী জানান, 'বিমানটি আমাদের কলেজ চত্বরের ভেতরে বিধ্বস্ত হয়েছে।'

ফায়ার সার্ভসের আটটি ইউনিট ও সেনাসদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী সাদমান রুহসিন দ্য ডেইলি স্টারকে বলেন, বিমানটি কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। কিছুক্ষণের মধ্যে সেনাসদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।

আইএসপিআর জানায়, বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।

মাইলস্টোন কলেজের পদার্থ বিজ্ঞানের একজন শিক্ষক দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনার সময় তিনি কলেজের ১০ তলা ভবনের নিচে ছিলেন। দুপুর ১টার কিছু সময় পর বিমানটি বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থীরা সেখানে আটকা পড়েন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কলেজের শিক্ষক ও কর্মচারীরা শিক্ষার্থীদের উদ্ধারে ছুটে যান। কিছু সময় পরেই সেনাবাহিনীর সদস্যরা আসেন। পরে ফায়ারসার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

ওই শিক্ষক জানান, তিনি নিজেও একজন আহত শিক্ষার্থীকে ভবনটি থেকে বের করে আনেন। এছাড়া আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষককে দগ্ধ অবস্থায় দেখেছেন।

 

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

6h ago