মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২৭

ছবি: পলাশ খান

ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু।

আজ সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল দুপুর দেড়টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উত্তরায় মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দোতলা ওই ভবনটিতে তখন স্কুল শাখার ক্লাস চলছিল।

ডা. সাইদুর রহমান জানান, নিহত শিশুদের মধ্যে অনেকের বয়স ১২ বছরের কম। দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। বাকি দুইজনের মধ্যে রয়েছেন বিমানের পাইলট এবং একজন শিক্ষিকা। এ পর্যন্ত ২০টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'আমরা আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে, কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।'

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মীয়-স্বজন ও উৎসুক জনতার অতিরিক্ত ভিড়ের কারণে আজ থেকে বার্ন ইনস্টিটিউটে নিরাপত্তা জোরদার এবং প্রবেশপথে ভিড় নিয়ন্ত্রণের জন্য সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

HSC examinees protest near Secretariat, demand education adviser’s resignation

Witnesses said protest began around 2:15pm when several hundred took position at the Secretariat

32m ago