মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষায় ৫ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ইন্সপেক্টর (মিডিয়া উইং) নজরুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
ওই পাঁচজন হলেন—মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে ওকিয়া ফেরদৌস নিধি, মো. বাবুল ও মাজেদার মেয়ে লামিয়া আক্তার সোনিয়া, মো. আব্বাস উদ্দিন ও মোসা. মিনু আক্তারের মেয়ে আফসানা আক্তার প্রিয়া, মো. শাহাবুল শেখ ও মিসেস মিমের মেয়ে রাইসা মনি এবং আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির মেয়ে মারিয়াম উম্মে আফিয়া।
তাদের মধ্যে লামিয়া ও প্রিয় অভিভাবক। তাদের সন্তান ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে।
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
Comments