কুষ্টিয়ায় পদ্মার চরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে ১১টি মহিষ মারা গেছে।
আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভোররাতে চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আব্দুল হাই জানান, চরে মহিষগুলো বাথান করে এক জায়গায় রাখা হয়। মারা যাওয়া ১০টি মহিষের মালিক নবির আলী, অন্য একটির মালিকের নাম এলাহী।
তিনি বলেন, 'দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সরকারি সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।'
Comments